বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি, তার কন্যা কাউকে ভয় পান না: পাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ১৫:০২ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি, আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না। আমরা তারই কর্মী। আমরা যা করছি তা কারও বিরুদ্ধে না, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, কোনো অপশক্তি দেশে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে কিছু করতে পারবে না। আমরা সত্যের পথে আছি, দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। সেই সাহসে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি সব নেতাকর্মীকে চোখ-কান খোলা রাখতে বলেছেন। বিএনপি-জামায়াত যে কোনো সময় চোরাগোপ্তা হামলা করতে পারে বলে সর্তক করেন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুন আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত