বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিবচর পৌরসভা একাদশ বিজয়ী
প্রকাশ: ৫ জুন ২০২১, ২১:৩৯ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
মাদারীপুরের শিবচরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশকে ৫-১ গোলে হারিয়ে শিবচর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
জানা যায়, শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব হাতির বাগান মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিবচর পৌরসভা একাদশ ও ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ের মধ্যে শিবচর পৌরসভা একাদশের খেলোয়াড়রা ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশকে ৫ টি গোল দেয়। ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশ একটি গোল শোধ করে। ফলে ভান্ডারীকান্দি ইউনিয়ন একাদশকে ৫-১ গোলে হারিয়ে শিবচর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আওলাদ হোসেন খান, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩ জুন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত