বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্যামসিদ্ধিতে গ্রামীণ খেলা ধুলার পুরস্কার বিতরণ
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২০:৩৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২০
শ্রীনগর শ্যামসিদ্ধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ খেলা ধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এল জি এস পি প্রজেক্ট থেকে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ৯ই মার্চ বুধবার সেলামতি বাগ বাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মোট ছয়টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়। দড়ি লম্ফ,মোরগ লড়াই, চকলেট দৌড়,১০০মিটার দৌড় খেলা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য বৃন্দ ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী তানজিলা আক্তার, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব মোকসেদুল করিম অতুল, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম সজল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত