বগুড়া সংবাদ
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:৪১ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৩
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
(মোঃ হেদায়েতুল ইসলাম উজ্জ্বল)
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে বেলাল হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বেলাল হোসেন নওগাঁ জেলা সদরের পিরোজপুর গ্রামের নজর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০’টার দিকে বেলাল হোসেন সান্তাহার জংশন স্টেশনের উত্তর পাশে পোঁওতা রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে প্রবেশের সময় বেলাল ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ সনাক্তকারী মৃত বেলাল হোসেনের মামা সান্তাহার পৌরসভা এলাকার পোঁওতা গ্রামের বাসিন্দা মনসুর আলী বলেন, বেলালের পরিবারের নিকট সংবাদ পাঠানো হয়েছে। কিভাবে বেলাল হোসেন মারা গেছেন তাৎক্ষনিক তা জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
রেল স্টেশনে ভুয়া টিসি গ্রেপ্তার
(মোঃ হেদায়েতুল ইসলাম উজ্জ্বল)
বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ মো. নুর ইসলাম (২২) নামের এক ভুয়া টিকেট কালেক্টারকে (টিসি) গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকার সোলায়মান আলীর ছেলে নুর ইসলাম বুধবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নিজেকে রেলওয়ে টিকেট কালেক্টার পরিচয় দিয়ে ট্রেন যাত্রীদের টিকিট সংগ্রহের নামে যাত্রীদের নানাভাবে হয়রানি করতে থাকেন। এ বিষয়ে অভিযোগে পেয়ে নুর ইসলামকে গ্রেপ্তার এবং বগুড়ার জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।
নন্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
(নাজমুল হুদা)
নন্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নন্দীগ্রাম ইউনিয়নের মোট ৮৩০ জন টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা। এ বিষয়ে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য ক্রয় করে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে।
শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
(রাশেদুর রহমান)
বগুড়া শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২- ২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার শায়লা আফরোজ সেতু, উপ সহকারী কৃষি অফিসার পলাশ কুমার প্রমূখ। এদিন ১ হাজার ২০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি আউস বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি এবং ৯'শ কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত