বগুড়া জেলা প্রশাসকের সাথে নিসচার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৯:১০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এর সাথে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ আজ বুধবার (৬অক্টোবর) দুপুর ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

জেলা প্রশাসক জিয়াউল হক সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে নিরাপদ সড়ক চাই(নিসচা) এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে তিনি নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার ভূয়সী  প্রশংসা করেন এবং নিসচা'র প্রতিষ্ঠাতা  চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানান।

এ সময় নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য  সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত