বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজুনর করোনা টিকার ২য় ডোজ গ্রহন
প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:১৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু করোনা টিকার ২য় ডোজ গ্রহন করেছেন। বুধবার সকাল ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা গ্রহন কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই টিকা নেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, ছাত্রনেতা মুকুল ইসলাম, সজীব সাহা প্রমুখ।
টিকা গ্রহনকালে জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের মানুষের পাশে রয়েছেন এবং করোনা মোকাবেলায় সব ধরণের পদক্ষেপ গ্রহন করেছেন। অসহায় কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ বরাদ্দ করেছেন। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সমাজের বিত্তবানরা নিজ নিজ উদ্যোগে অসহায় মানুষদের সহযোগীতার হাত বাড়িয়েছেন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি যথাযথ অনুসরণ করে, সরকারি নির্দেশনা মেনে চলা এবং সরকারি প্রদত্ত বিনামূল্যে করোনার টিকা গ্রহনের জন্য আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত