বগুড়ায় ৯ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

  নাজমুল হুদা

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১১:০০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩

বগুড়ার নন্দীগ্রামে ৯ বছরের এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশু ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় আসামি করা হয়েছে ধুন্দার গ্রামের আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯), বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু আলীর ছেলে বায়োজিদ হোসেন (১৯) কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঝড়ের সময় আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিলো। সেসময় লম্পটরা তাঁকে জোর করে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। 

থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করা হচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত