বগুড়ায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ
প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১০:১২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:০০
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন মাগুর পট্রি এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা জব্দ করা হয়েছে। গত রবিবার রাতে আদমদীঘি উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা মাছ গুলো জব্দ করেন। অভিযানের সময় পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী পালিয়ে যায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, আদমদীঘি উপজেলা সদরের তালসন মাগুর পট্রিতে যশোর জেলা থেকে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকার মাগুর মাছের পোনা নিয়ে আসা হয়। এরপর ওই পোনা মাছ গুলো প্লাস্টিকের ড্রামে রেখে সংরক্ষন করে ব্যবসায়ীরা। এমন সংবাদ জানার পর রবিবার রাতে থানা পুলিশের সহায়তা নিয়ে মাগুর পট্রিতে অভিযান চালিয়ে প্রায় ৫লাখ টাকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। অভিযানের সময় দ্রুত এসব পোনা মাছের সাথে জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দ করা মাগুর মাছের পোনা প্রকাশ্যে মাটির নিচে পুতে ধবংস করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত