বগুড়ায় হিরোইন-গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১৬:২০ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের চা-বাগান ও কলসা এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে হিরোইন ও গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিমা বেগম শুটকি ও জাহাঙ্গীর নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়,বুধবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিমা বেগম শুটকি(৪৬)কে ২শ’ গ্রাম গাঁজা সহ এবং কলসা এলাকায় পৃথক আরেক অভিযান চালিয়ে কলসা কোচকুড়িপাড়ার জফির কাজীর ছেলে জাহাঙ্গীর আলম(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে। 

আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান,গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্প্রতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত