বগুড়ায় হাডুডু ও পাতা খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  আল আমিন মন্ডল

প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ১৪:০৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩

বগুড়ার গাবতলী চাকলা যুবসমাজের উদ্যোগে শুক্রবার ২দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও পাতা খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। স্থানীয় ইউপি সদস্য হৃদয় হোসেন গোলজারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রযুক্তিদলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও জেলার সদস্য সচিব শহিদুল ইসলাম রতন। উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ এর পৃষ্ঠপোষকতায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুঞ্জর মোর্শেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর হারুনার রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, ঢাকা (পূর্ব) ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। হাডুডু ও পাতা খেলা পরিচালনা করেন স্থানীয় আব্দুর রাজ্জাক। হাডুডু খেলায় নাড়–য়ামালা এবং পাতা খেলায় গাবতলী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। হাজারো নারী-পুরুষ দর্শক খেলাটি উপভোগ করেন। শেষে প্রধান অতিথি মোর্শেদ মিল্টন বিজয়ীদলের মাঝে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত