বগুড়ায় সরকারি বই চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে তিন নারী আটক

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৫১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন চত্বরের সরকারি গুদাম থেকে বই চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তিন নারী চোরকে হাতেনাতে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। 

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলা ক্যাম্পাসে। আটক ওই তিন নারী চোরদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকার সুযোগে আদমদীঘি উপজেলা ক্যাম্পাসের ভিতরে সরকারি গুদাম ঘরের জানালার পাল্লা খুলে তিন নারী চোর অষ্টম শ্রেনীর ৯৯টি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই, ২২টি আকাইদ ও ফিকহ বই, ৮টি কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, ৬টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ১টি গনিত বই প্লাস্টিক বস্তায় ভরে চুরি করে নিয়ে যাওয়ার সময় উপজেলা ক্যাম্পাসের যুব উন্নয়ন গেটের সামনে স্থানী জনতা হাতেনাতে আটক করে ওই তিন নারী চোরকে। 

আটককৃত চোরেরা হলেন, জয়পুরহাট জেলা সদরের সাগরপাড়া মহল্লার মৃত নূর ইসলামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩৩), একই মহল্লার মৃত হযরত আলীর স্ত্রী রশিদা (৩২) ও ভটু হোসেনের স্ত্রী আয়শা খাতুন (২৭)। থানার এসআই তারেক হোসেন জানান, আটক চোরেরা বেশ কিছু ধরে জয়পুরহাট সাগরপাড়া থেকে এসে সান্তাহার চা-বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে চুরি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। আটককৃত তিন নারী চোরের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত