বগুড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ আহত

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ২০:৩৪ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:০৩

বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জের ধরে ৬০ বছর বয়সী বৃদ্ধাকে মারপিটের ঘটনায় নাহিদ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর গ্রামে।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর গ্রামের পূর্ব শত্রুতার  জের ধরে গত সোমবার সকালে ওই গ্রামের বৃদ্ধি আজিবর ফকিরকে তার মুদি দোকানের সামনে লাঠি দিয়ে মারধর করে একই গ্রামের কফির আলীর ছেলে নাহিদ হোসেন। এ সময় মারপিটে আহত আজিবর ফকিরকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত নাহিদ হোসেনকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত