বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৯:২১ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২১:১০
বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. উজ্জল প্রামানিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক একেএম ফজলুল হক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত উজ্জল বগুড়া সদরের কৈচর দক্ষিণ পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। নিহত স্ত্রীর এসব বিষয় নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ সরকারি কৌঁসুলি নরেশ চন্দ্র মুখার্জি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত