বগুড়ায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ অধ্যক্ষ গ্রেফতার
প্রকাশ: ২ জুন ২০২১, ১৫:৩৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান মিন্টু (৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার ছাত্রী উপজেলার একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। ওই মাদ্রসায় শিক্ষকতা করেন আব্দুর রহমান। তিনি উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) হিসেবে রয়েছেন আব্দুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবাসিকা মাদ্রাসায় ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকত। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করতো। হলরুমের পাশেই সপরিবারে বাস করেন শিক্ষক আবদুর রহমান। গত ৩০ মে রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে আব্দুর রহমান হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা হাসমত উল্লাহ বলেন, আসমিকে গ্রেফতারের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত