বগুড়ায় মসজিদগুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করলেন মুসল্লীরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২১, ১৬:০৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জেলা বিএনপির উদ্যোগে বগুড়ার মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল অনুূিষ্ঠত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বগুড়ার মসজিদ গুলোতে মুসল্লীগন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। 

শুক্রবার বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সিরিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ছাড়াও উপস্থিত ছিলেন, বগুডা জেলা বিএনপি'র 'র আহবায়ক কমিটির সদস্য ও বগুডা পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, এ একে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ-উন নবী সালাম, মনিরুজ্জামান মনি। বগুড়া পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারি হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম- আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। এছাড়াও বগুড়া জেলার মসজিদে মসজিদে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুূিষ্ঠত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত