বগুড়ায় বিড়াল প্রদর্শনীর ব্যাতিক্রমী আয়োজন
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৩২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
পশুপ্রেমীদের ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনীর আয়োজন করে বগুড়ার পেটস কেয়ার টিম। গত মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিনা মূল্যে বিড়ালের চিকিৎসাও দেওয়া হয় এবং পুরস্কৃত করা হয় সেরা বিড়ালকে। প্রায় দুই শতাধিক বিড়াল ও কুকুর প্রদর্শিত হয়। প্রদর্শনীতে বাহারি নামের নানা পোষা বিড়াল প্রদর্শন করা হয়। ক্লাউডি, লিও টুইংকেল, টম, লাইকি, ব্রাউনি, মিও, ডুরি, কেটি, ডায়না নামের বিড়াল ও জ্যাসপার নামের একটি কুকুর প্রদর্শিত হয়। এ ছাড়া পোষা প্রাণীদের র্যাম্প শোর আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত