বগুড়ায় বিশ্ব ক্লাবফুট দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও শিশু খাদ্য বিতরন

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:২৯

বিশ্ব ক্লাবফুট দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও শিশু খাদ্য বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে দ্যা গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত “ওয়াক ফর লাইফ” প্রকল্পের উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাবফুট শিশুদের চিকিৎসায় বিশ্বব্যাপী সমাদৃত পনসেটি পদ্ধতিটির উদ্ভাবক ডা: পনসেটি-র জন্মদিন উপলক্ষে প্রতিবছর ৩ জুন বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন করা হয়। 

বিশ্ব ক্লাবফুট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ও তত্ত্বাবধানকারী অর্থোপেডিক সার্জন ডা: রেজাউল আলম জুয়েল। বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন শেষে হতদরিদ্র রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্তিত ছিলেন ওয়াক ফর লাইফ বগুড়া জেলার ক্লিনিক ম্যানেজার ও ফিজিওথেরাপিস্ট মমতাজ সুলতানা,  জুনিয়র ফিজিওথেরাপিট নুর আহমেদ সৌরভ ও  কাউন্সিলর আবদুল জলিল। 

উল্লেখ্য বগুড়ার গোহইল রোডে অবস্থিত  মিশন হাসপাতালে দ্যা গ্লেনকো ফাউন্ডেশনের ”ওয়াক ফর লাইফ” প্রকল্পের মাধ্যমে সপ্তাহে প্রতি রবিবার ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা শিশুদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত