বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

  রশিদুর রহমান রানা

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১২:০৮ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৪০

বগুড়ার শিবগঞ্জে হালখাতার জন্য মাইক টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত রহমান (২০)।  সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। 

মৃত আরাফাত রহবল মধুপুর গ্রামের স্যার ব্যবসায়ী আবদুল হান্নানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার  আরাফাতের বাবার কর্মস্থলে হালখাতা অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল ১১টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টানাতে যান আরাফাত। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত