বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

  বগুড়া প্রতিবেদক:

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়। শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীন ফুটবল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে বেলুন ও ফেন্টুন উড়িয়ে চ্যাম্পিয়নশীপের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: জিয়াউল হক। 

এতে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া জেলা ফুটবল এ্যাসেসিয়েশেনে সভাপতি সুলতান মাহমুদ খান রনি, জয়পুরহাট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, মেস অফিসিয়াল, ভারত চন্দ্র, বগুড়া জেলা ফুটবল এ্যাসেসিয়েশেনে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, ত্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহমেদ টিপু, কোষাধ্যক্ষ শামিম কামাল শমিম, সদস্য জামিলুর রহমান জামিল, শহিদুল ইসলাম স্বাপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত