বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৮:৫৭ | আপডেট : ৫ মে ২০২৫, ১৩:২৮

বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বুধবার ঈশ্বর, পুর্ন, জয় পাইলট স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মশিউল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার নাজিমুদ্দিন সোহেল, সুভাষ চন্দ্র পাল, রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। উদ্ধোধনী খেলায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭টি স্কুল খেলায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। আগামী ৩০ জুলাই বিকাল টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত