বগুড়ায় প্রতিবাদ কর্মসুচিতে ব্যানারের সামনে ছবি তোলা নিয়ে ছাত্রদলের মাঝে মারপিট
প্রকাশ: ৩ জুন ২০২১, ১৩:৩৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
বগুড়ায় দলীয় কর্মসূচীতে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দুপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি বলে দাবী করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। তবে এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রদল শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এসময় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মাঝে বাকবিতন্ডা থেকে মারপিটের ঘটনা ঘটে। এসময় জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপক্ষের সাথে বসে সমস্যা সমাধান করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত