বগুড়ায় প্রণোদনার সার বীজ পেলো ৪ হাজার ছয়শত কৃষক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১৬:২৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫১
আদমদীঘি উপজেলায় রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেয়াজ, মুগ ও মসুর উৎপাদনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ৬ শত প্রান্তিক কৃষক-র্কষানীদের মাঝে সার-বীজ বিতরন করা হয়।
মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিসে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সার-বীজ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার ফারিহা তিলাত, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুল ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম, কৃষক প্রতিনিধি শেখ জালাল উদ্দীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল হামিম বাবু সহ ১৯টি বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৫৫০ জন গম চাষীর প্রত্যেককে ২০কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৩৫০ জন ভুট্টা চাষীর প্রত্যেককে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমএপি, ৩৬০০ জন সরিষা চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪০ জন শতীকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪০জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ২০ জন মসুর চাষীর প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ২০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি,২০ কেজি এমওপি প্রদান করা হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত