বগুড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার- ২১
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১৮:২০ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৪
বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২১জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ৫জন, মাদকদ্রব্য ট্যাপেনটাডলসহ ১জন, ১৫১ধারায় ২জন, বিভিন্ন মাদক সেবনের জন্য ১০জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের জেল ও গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত আসামি ৩ জন। এছাড়াও অভিযানে ৯টি সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রিকলমূলে খারিজ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত