বগুড়ায় নদীপাড়ের মানুষের উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণ সভা

  রাশেদুর রহমান

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:০৮ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২১:১৮

বগুড়ার শিবগঞ্জে দখল আর দূষণে বিপনন করতোয়া সহ অন্যান্য নদী “জন জীবিকা ও পরিবেশের নিরাপত্তা” ও নদীপাড়ের মানুষের উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে  এএলআরডি’র আয়োজনে   মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে টাইডা নির্বাহী পরিচালক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।  সভায় বক্তব্য রাখেন এএলআরডি কর্মসূচি কর্মকর্তা আজিম হায়দার, বেলা প্রোগ্রাম কো-অডিনেটর এএলআরডি মামুন, রোজী বেগম, এ্যাড. আব্দুল্লাহ আল গালিব, বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান বিলু, সৈয়দ ফজলে রাব্বী ডলার। এসময় উপস্থিত ছিলেন  জাহেদুর রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজার রহমান বাবুল প্রমুখ। 

বক্তরা বলেন, দীর্ঘদিন যাবৎ করতোয়া সহ দেশের বিভিন্ন নদ-নদী প্রভাবশালী কর্তৃক জবর দখল, নদী ভরাট করে বহুতল ভবণ নির্মাণ, নদীর স্রোত আটকে মাছ চাষ সহ নদীর পাড়ের মানুষরা বিভিন্ন বর্জ্যফেলে নদী দুষণ করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ভূমিদস্যুরা নদীর ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে নদীর লাব্যতা নষ্ট করে আসছে। এ সমস্ত নদী দখল ও নদীর পরিবেশ ফিরে আনতে দেশের সকল নাগরিকদের সচেতন হওয়ার জন্য আহ্বান করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত