বগুড়ায় থানা পুলিশের বিশেষ অভিযান ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৮
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১১:৫০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৬
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৩৮ জন গ্রেফতার হয়েছে। গত সোমবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৬, অস্ত্র মামলায় ২, মাদক সেবনের মামলায় ১২, গ্রেফতারি পরোয়ানা মূলে ৩ ও সন্দেহজনক ৫ জন রয়েছে। এ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২৪ বোতল ফেনসিডিল, ২ বোতল বিদেশি মদ, ২টি বার্মিজ চাকু, ১৮টি চাইনিজ চাকু উদ্ধারসহ ৪৩টি মোটরসাইকেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, পবিত্র রমযান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। রমযান মাসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত