বগুড়ায় জিয়ার শাহাদাত দিবসে শহর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০২১, ১৯:৩৬ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর বিএনপির উদ্দোগে নিউ মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর বিএনপির আহŸায়ক মোঃ মাহবুবর রহমান বকুলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ এম পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মোঃ জয়নাল আবেদীন চান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। আরো উপস্থিত ছিলেন, বগুড়া শহর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান শামীম, বগুড়া জেলা ও শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড.হামিদুল হক চৌধুরী হিরু, কে এম খায়রুল বাসার, শেখ তাহাউদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, সদর থানা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারণ  সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানসহ ২১ টি ওয়ার্ড বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়কসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও ২১ টি ওয়ার্ডে একাধিক মসজিদে বাদ আসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত