বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে কাউন্সিলর হিমুর উদ্যোগে খাবার বিতরন

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৮:১৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীতে খাবার বিতরন করা হয়েছে। রবিবার বিকালে শহরের মোস্তফাবিয়া মাদ্রাসা মাঠে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সাংসদ গোলাম মো: সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুর বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, শহীদউন্নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, ১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ময়নুর ইসলাম উজ্জ্বল, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা ¯ে^চ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকী রিগ্যান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত