বগুড়ায় জাতীয় ছাত্র সমাজের আংশিক আহ্বায়ক কমিটি

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১০:১৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৩১

বগুড়ায় জাতীয় ছাত্র সমাজের আংশিক আহ্বায়ক কমিটিতে রেবুককে আহ্বায়ক ও তাহমিদকে সদস্য সচিব করা হয়েছে। গত শনিবার দুপুরে জেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফরহাদ আলী খোকনের সভাপতিত্বে ও ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য বগুড়া জেলার ছাত্র নেতা আজিজুল হক রাজু'র সঞ্চালনায় বগুড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে  জাতীয় ছাত্র সমাজ বগুড়া জেলা শাখার এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মেলনে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের পরামর্শক্রমে গৃহীত এক সিদ্ধান্তে ছাত্রনেতা আহসান হাবীব রেবুলকে’ আহ্বায়ক, ইমন কাজি'কে যুগ্ম আহ্বায়ক ও তাহমিদ উল হক প্রতীক 'কে সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজ, বগুড়া জেলা শাখার আংশিক কমিটি বগুড়া জেলার কর্মী সভার মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল অনুমোদন করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত কমিটি আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় দফতরে জমা দিয়ে অনুমোদিত করিয়া এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার শর্তে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুফ হোসেন এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত