বগুড়ায় জন্মদিনে কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৯:৫৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আন্তর্জাতিক শহীদ চান্দু ষ্টেডিয়ামের রুপকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মদিবস উপলক্ষে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিবারের আয়োজনে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের সকল সদস্য’র জন্য দোয়া কামনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, ডাঃ মামুনুর রশিদ মিঠু, মাহববুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ রুবেল, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষকদলের আহবায়ক আকরাম হোসেন মন্ডল, সাইফুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মিটুল, ডাঃ আজফারুল হাবিব রোজ, ড্যাব বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ ইউনুস আলী, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, সৈয়দ আব্দুল গফুর দারা, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম টুকু, এ্যাডঃ মোজাম্মেল হক, এ্যাডঃ আলী আজগর, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, সাইদুল ইসলাম, এনামুর রশিদ চন্দন, সৈয়দ নাহিদ হাসান, সোয়েব ইসলাম অভিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লীগন অংশগ্রহন করেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, শামীম রেজা শামীম, এ্যাডঃ আব্দুল্লাহিল বাকী লিপন, এ্যাডঃ আতিকুর রহমান আতিক, উজ্জল হোসেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লী এবং প্রান্তিক মানুষের মাঝে তবারক বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত