বগুড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রকে হত্যা  

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ১৬:৪৫ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২৩:১৮

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে স্কুল ফয়সাল ফাহিম শিশির (১৭) নামে এক কিশোরকে হত্যা করেছে দুবৃত্তরা। নিহতের মরদেহ সাজাপুর এলাকার কচুক্ষেত থেকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার সাজাপুর এলাকা থেকে স্থানীয়দের সংবাদে তার মরদেহ উদ্ধার করা হয়।

 ফয়সাল উপজেলার সাজাপুর গ্রামের শাহাদত হোসেন সাজুর ছেলে। সে সুলতানগঞ্জ হাইস্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। স্বজনা জানান, সোমবার রাতে শিশির বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। খেলাধূলা নিয়ে কিছু ছেলের সাথে তার দ্বন্ড ছিল। তারাই হয়তো শিশিরকে ছুরিকাঘাতে হত্যা করে কচুক্ষেতে ফেলে গেছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ( তদন্ত) পরিদর্শক আব্দুর রউফ জানান, নিহত শিশির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতে ছোট চিহ্ন রয়েছে। শিশির হত্যাকান্ডের রহস্য ও জড়িতদের গ্রেফতার পুলিশ কাজ করছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত