বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ৩১ মে ২০২১, ১৯:৫৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯
বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা। জাতির সবচেয়ে সঙ্কট মুহূর্তে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের নেতা বেগম খালেদা জিয়া। তিনি গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ের আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও শিক্ষা উপকরণ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এর পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও মিক্ষা উপকরণ বিতারণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন সহিদ-উন-নবী সালাম। জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের কমিটি সদস্য আতাউর রহমান সম্ভু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল রশিদ চন্দন, সোহরাব হোসেন বাপ্পি, শাফিনুর ইসলাম মিল্টন, জাহাঙ্গীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়ন জোয়াদার ইসতিরাজ পারভেজ সেতু, রাকিব সিদ্দিকী, যুগ্ন-সাধারণ সম্পাদক রবি, সুজন, সহ-দপ্তর সম্পাদক নাসিব মারফি, সোয়েব ইসলাম অভিসহ জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত