বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১৬:৪১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৫

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ- সামাজিক  ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে ৩০টি পরিবারের প্রত্যেককে দুটি করে ভেড়া, এক বস্তা খাদ্য সামগ্রী ও ঔষধ প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিসে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু উপকারভোগীদের মাঝে উপকরণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রাণীসম্পদ ভেটোরিনারী সার্জন (ভিএস) ডাঃ পূজা সাহা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত