বগুড়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
প্রকাশ: ২ মে ২০২৩, ১৫:৫২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯
বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান এর উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের মন্ডবপুর গ্রামের কৃষক শরিফ উদ্দিনের প্রায় ২৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ওই ধানগুলো মাড়াই দিয়ে কৃষকের ঘরেও তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা গরীব কৃষক শরিফ উদ্দিনের মুখে হাসি ফুটেছে।কৃষক শরিফ উদ্দিন বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মুজুরিও এবার বাড়তি। এদিকে আবার ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুচিন্তায় ছিলাম। এমন সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা আমার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন উদ্যোগে আমি ভীষণ খুশি। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়ায়ে আরও অনেক টাকার দরকার হতো। কোন প্রকার প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানগুলো ঘরে তুলে দিয়েছে। তাদের মতো বাকিরাও যদি এভাবে গরিব কৃষকদের পাশে দাঁড়াতো, তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগত না। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। চাহিদা অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা করে যাচ্ছে আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোন দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব ছাত্রলীগ। গত সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান এর উদ্যোগে তার নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধানগুলো কেটে দেন। এসময় ধান কাটায় অংশ গ্রহণ করেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আশিক, আমির হামজা, রনি, শুভ, নাজমুল, আরিফ, আপন, নাঈম, বুলবুল, মাফিজুল, রাতুল, মিল্টন, সিয়াম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত