বগুড়ায় করোনার উপসর্গে মারা গেলেন আওয়ামীলীগ নেতা রাজ্জাক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৯:০৩ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫
করোনা উপসর্গে বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মারা গেছেন। তিনি বগুড়া বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। তিনি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সহ সভাপতি ছিলেন।
সোমবার দুুপুরে তিনি মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে ভর্তির আগেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আব্দুর রাজ্জাকের স্বজনরা বলেন, তিনি কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার তাকে হাসপাতাল নেওয়া হলে সেখানে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।মরহুমের জানাজা নামাজ আজ রাত ১০টায় সময় কৈচড় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।তার আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাকাকশিস বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইঊসুফ আলি সাধারন সম্পাদক এম.এ. হান্নান,অধ্যক্ষ আবদুল ওয়াহেদ অধ্যক্ষ্য রফিকুল ইসলাম সহ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত