বগুড়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রকাশ: ৫ জুলাই ২০২৩, ১৭:০১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে নন্দীগ্রাম শহরের ফোকপাল গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা।
সেসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, সদস্য বজলুর রহমান বকুল, বগুড়া সদর উপজেলা কৃষক লীগের সভাপতি তাইফুর রহমান সুমন, নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক,
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিমান কুমার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনায় বাংলাদেশ কৃষক লীগ ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত