বগুড়ায় ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৪ জুন ২০২৩, ১১:২৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১০

বগুড়ার আদমদীঘিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ পিচ ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টয় উপজেলার সান্তাহার পৌর এলাকার মালসন রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার সান্তাহার পৌর এলাকার মালসন রাস্তার মোড়ে মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টায় সান্তাহার পুলিশ ফাঁড়ীর একটি দল অভিযান চালিয়ে ৮৩ পিচ ইয়াবা সহ মালসন গ্রামের রোস্তম আলী ছেলে শরিফুল ইসলাম টিপু (৫৪) ও তার স্ত্রী শাহানাজ বেগম (৪২) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক রাকিব হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত