বগুড়ায় আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৯
বগুড়ার শাজাহানপুরে আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজালাল তালুকদার পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের রানীরহাট বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হযরত আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক. নিহতের বড় ভাই নুরুজ্জামান পান্নুসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত শনিবার প্রকাশ্য দিবালোকে স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার সাগর বাহিনীর সদস্যরা আ’লীগ নেতা প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার ৪ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ কিলিং মিশনে অংশ নেওয়া কাউকে গ্রেফতার করতে পারেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত