বগুড়ায় আঁচলাই গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাতা খেলা

  রশিদুর রহমান রানা

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১৩:৩৩ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫২

আঁচলাই পূর্ব পাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই খেলা উপভোগ করতে আশপাশের গ্রাম থেকে শত-শত নারী-পুরষ আর শিশুরা উপস্থিত হয়েছিল খেলা প্রাঙ্গনে।

 শনিবার ( ২৪জুন) বিকেল  ৫ টা বাজতেই দর্শকের উপস্থিতিতে কানায়-কানায় ভরে ওঠে খেলার মাঠ। শুরু হয় পাতা খেলা।

প্রতিটি দলে ৪ জন করে ৫ টি দলে মোট ২০ জন প্রতিযোগী পাতা খেলায় অংশ নিয়ে শুরু করেন তাদের তন্ত্রমন্ত্র। তুমুল প্রতিদ্বন্দিতা শেষে সকলকে পিছনে ফেলে বিজয়ী হন তান্ত্রিক তন্ময়  হোসেন।  আয়োজকদের পক্ষে বিজয়ী দলকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একটি খাসি উপহার দেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামিউল ইসলাম কায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন খোকন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, পার আঁচলাই যুব সংঘ ক্লাবের নাগিবুল হাসান শুভ,ফিরোজ আহমেদ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত