বগুড়ায় অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১২:৪৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫০
বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে গতকাল এককালীন শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। ফোকাস সোসাইটির চেয়ারম্যান সৈয়দজ্জামান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী (প্রশিক্ষণ ও নিরীক্ষা) অপূর্ব মোহন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আরো বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ- সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ম্যানেজার (আইটি) সুমন মিয়া প্রমূখ।
মোট ৩৬জন দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) হতে ১লাখ ৯২হাজার এবং ফোকাস সোসাইটি হতে ১লাখ ২০হাজার টাকাসহ মোট ৩লাখ ১২হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত