বগুড়ায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  রাশেদুর রহমান

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:৩৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর বন্দরে অবস্থিত খাদ্য গুদাম (এলএসডিতে) চলতি বোরো মৌসুমে  অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৯মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  ফিতা কেটে বোরা ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু,ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) শিবগঞ্জ মোঃ আনিসুর রহমান,শিবগঞ্জ উপজেলা চালকল মালিক সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম দুদু, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী  আলহাজ্ব আব্দুস ছাত্তার, আলমগীর হোসেন ভান্ডারী, হাফিজার রহমান, রবিউল ইসলাম প্রমুখ। 

এ ব্যাপারে  ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবগঞ্জ (এলএসডির) মোঃ আনিসুর রহমান বলেন চলতি মৌসুমে ৪ হাজার ৯০ মেঃটন চাল ও ১৫শত ৯৯ মেঃটন ধান শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত