বগুড়ার হিন্দু পল্লীতে আবারও খড়ের পালায় আগুন
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:৪৩ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:২২
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়া হিন্দু পল্লীতে আবারও পুড়লো ৩টি খড়ের পালা। এবার পোড়ানো হয়েছে ১৮বিঘা জমির আমন ধানের খড়। অজ্ঞাত দুবৃত্তদের পুড়িয়ে দেয়া ১৮বিঘা জমির ৩টি পালার খড়ের বাজার মূল্য ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। এর আগে পালপাড়া হিন্দু পল্লীতে পর্যায়ক্রমে ১৭দিনে থেমে ও লাগাতার ভাবে অজ্ঞাত দুবৃত্তরা ৭০বিঘা জমির ১৪ টি খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। একের পর এক হিন্দু পল্লীতে খড়ের পালায় আগুন লাগানোয় তালসন পালাপাড়া গ্রামের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েছে।
এছাড়াও গো-খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষকরা। জানা গেছে,আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়া গ্রামের হিন্দু পল্লীতে গত ১৭জুন,শনিবার দিবাগত রাতে ১৮বিঘা জমির তিনটি খড়ের পালায় অজ্ঞাত দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এরমধ্যে পালপাড়া গ্রামের অমল পালের ৭বিঘা জমির ১টি খড়ের পালা,শ্যামল দাসের ৬ বিঘা জমির ১টি খড়ের পালা ও প্রভাস দাসের ৫বিঘা জমির ১টি খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুন লাগিয়ে দেয়ার পর আদমদীঘি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে বারবার একই গ্রামে খড়ের পালায় আগুন লাগার ঘটনায় সম্প্রতি আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজার উদ্যোগে সম্প্রতি তালসন পালপাড়া গ্রামে এক বৈঠক করে গ্রামের সকলকে রাতে পাহারা দেয়ার পরামর্শ দেন। এদিকে ওই গ্রামে রাতের অন্ধকারে একের পর এক খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রামবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত