বগুড়ার নন্দীগ্রামে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১৫:২৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯

বগুড়ার নন্দীগ্রামে এনএটিপি-২ এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মাঝে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত