বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল : যা বললেন উপদেষ্টা ফারুকী
![](https://gramnagarbarta.com/public/assets/images/reporter.png)
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭
![](https://gramnagarbarta.com/storage/photos/1/67b2e99047c4a.jpg)
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যেকোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো এটা আমাদের জন্য বেদনার।’
তিনি আরও লেখেন, ‘এ বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও। যাই হোক বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে আগামীকাল (সোমবার) থেকে মেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।’
প্রসঙ্গত, অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করা হয়েছে। মেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় নয়। অনুমোদন না থাকায় স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে বাংলা একাডেমি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত