ফড়িং

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ০৯:৫২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭

নকুল দেব
---------------

যত্রতত্র পড়ে আছে ফাঁদ
ফড়িং তুমি সাবধানে উড়ো

মাকড়সার ফাঁদ আছে রাস্তার পাশে
কিংবা খালপাড়ের কোনো ঝোপের ভেতর

তাছাড়া মানুষের ফাঁদ আছে সর্বত্র
তোমার উড়ার স্বাধীনতা সে খর্ব করবে।
তোমাকে পেলে সে বড়শির টোপ হিসেবে ব্যবহার করবে
অথবা খেয়ালের বশে ভেঙে দেবে তোমার ডানা

শিশুরা তোমার লেজের মাথায় বেঁধে দেবে দড়ি
তারপর দড়ি ধরে তোমাকে উড়াবে,
মজা নিবে, ইচ্ছে হলে
যখন তখন ভেঙে ফেলবে তোমার ঘাড়।

তাই বলছি-
যত্রতত্র পড়ে আছে ফাঁদ 
ফড়িং তুমি সাবধানে উড়ো।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত