ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে নাদাল-জকোভিচ
প্রকাশ: ৮ জুন ২০২১, ১৩:৩৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোর বাধা কাটালেন টেনিস দুই অন্যতম তারকা রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দুজনেই পৌঁছে গেছেন শেষ আটে। টিনএজার লরেন্সো মুসেত্তির বিপক্ষে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা জকোভিচ। অন্যদিকে আরেক টিনএজার ইয়ানিক সিনেরকে সরাসরি হারিয়ে শেষ আটে ওঠেন নাদাল।
গতকাল সোমবার রোলাঁ গাঁরোয় প্রথম দুই সেটে হেরে হারের শঙ্কায় পড়ে যান জকোভিচ। পরে অবশ্য ঘুরে দাঁড়ান। প্রথম দুইসেটে হারার পর তৃতীয় ও চতুর্থ সেটে জেতেন জকোভিচ। এরপর পঞ্চম সেটের সময় চোট পেয়ে সরে দাঁড়ান লরেন্সো মুসেত্তি। তখন অনায়সেই শেষ আটে চলে যান জকোভিচ।
অবশ্য শেষ ষোলোর ম্যাচে নাদালকে এত কষ্ট করতে হয়নি। তিনি সিনের বিপক্ষে সহজ জয়ই পেয়েছেন। ইয়ানিক সিনেরকে ৭-৫, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি।
শেষ আটের ম্যাচে নবম বাছাই মাত্তেও বেররেত্তিনির মুখোমুখি হবেন জকোভিচ। অন্যদিতে শেষ আটে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানের মুখোমুখি হবেন নাদাল।
গত বছর এই প্রতিযোগিতার শিরোপা জিতে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। এবার সেই রেকর্ড ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। তবে এবারের মিশনে নাদালের বাধা হতে পারেন জকোভিচ। কারণ, সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে জকোভিচের সঙ্গে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত