ফোনে ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সেদেশ সফরের জন্য ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন।

একইসঙ্গে আফগানিস্তান থেকে ভারতের ফিরতি ফ্লাইট চলাচলে সহযোগিতা করার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর এক টুইটে এস জয়শঙ্কর বলেছেন, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে।

এ সময় আফগানিস্তান ইস্যুতে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান এ সময় আফগানিস্তান ইস্যুতে বলেন, আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণে একটি সরকার গঠন হওয়া উচিত বলে মনে করে তেহরান।

এ ছাড়া আফগান সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত