ফেন্সিডিল-গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:১৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৃথক দুটি অভিযানে ৭৫বোতল ফেন্সিডিল এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জিআরপি পুলিশ ও টাউন ফাঁড়ির পুলিশ।
জানাযায়, সান্তাহার রেলওয়ে পুলিশ গত বুধবার রাত ১১টায় সান্তাহার জংশন ষ্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্রপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ছ নং বগির ১৪ এবং ১৫ নম্বর সিটের উপর বাঙ্কার হইতে দুটি ব্যাগ থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন,পুলিশের উপস্থিত টের পেয়ে ওই ফেন্সিডিলগুলোর মালিক ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সান্তাহার রেলওয়ে থানায় মালখানায় জমা রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
অপরদিকে সান্তাহার টাউন পুলিশ বুধবার রাত ৯টায় মহিলা কলেজের গেটেরে সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ বগুড়া চাদপুর পুর্বপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আল আমিনকে গ্রেফতার করে। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আল আমিনকে বৃহস্প্রতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত