ফেন্সিংয়ে কামরুলের এবার ফাতমা মুজিবও বিদায়
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:৪২ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন কামরুল ইসলাম। এরপর আশা ছিল ফাতমা মুজিবকে নিয়ে।তবে সাফ গেমসে স্বর্ণ জয়ী এই ফেন্সার বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই।
তিনি সাবরে ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। প্রথম রাউন্ডে পাঁচ পয়েন্টের খেলা হয়৷ সেখানে তার প্রতিপক্ষ পাঁচ পয়েন্ট নিলেও তিনি সর্বোচ্চ ৩ নিয়েছেন একবার৷ বাকি কয়েকবার দুইয়ে সীমাবদ্ধ ছিলেন। ছেলেদের ইভেন্টে কামরুল ইসলাম টেবিল অফ সিক্সটিন এ ১৫-১ ব্যবধানে হেরে গেছেন উজবেকিস্তান্তের আসরানভ মুখাম্মাদ ইউসুফের কাছে। মনির হোসেন হেরেছেন উজবেকিস্তানের ইলিয়াস মলিনার কাছে।
অন্যদিকে শ্যুটিংয়ের স্কিট ইভেন্টে নূরউদ্দিন সেলিম ৭৫ শটে ৬৪পয়েন্ট, আরেক শ্যুটার সাব্বির হাসানও সমান শটে সমান ৬৪ পয়েন্ট করেছেন। সোমবার আরো ৫০ শট নেয়ার পর পজিশন নিশ্চিত হওয়া যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত