ফেনী থেকে বাগেরহাটে ফিরে এলো ৩ ভাইয়ের লাশ
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:৩৮ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০০:৩১
ফেনীতে শহরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাগেরহাটের মোড়েলগঞ্জের প করণে একই পরিবারের নিহত ৩ ভাই শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে নিজ গ্রামে ৩ সহোদরের মরদেহ আসার পরে নিহতের স্ত্রী সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস। গোটা গ্রামজুড়ে শোকের মাতম বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম শোকাহত পরিবারের খোঁজ খবর নিয়ে নিহত ৩ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা ও নগদ ৬০ হাজার টাকা জেলা প্রশাসকের পক্ষে অনুদান প্রদান করেন।
নিহতদের ছোট ভাই আল আমিন মুন্সী জানান, গত মঙ্গলবার সকালে ফেনীর নাজির রোডে সেপটিক ট্যাংকির ওপর টিনের একটি ঘরে বসবাস করতো নিহত ওই ৩ ভাই। ওইদিন ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি। ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন ভাইয়ের মধ্যে বড় নুরুল ইসলাম মুন্সী(৫৫) তার দুই ছেয়ে ১ স্ত্রী রয়েছেন। মেঝো মনিরুজ্জামান মুন্সি (৪৮), দুই ছেলে স্ত্রী নেই, সেঝো আব্দুর রহমান মুন্সি (৪৩) তিনি অবিবাহিত। তারা দীর্ঘ ১৮/২০ বছর ধরে শ্রমিকের কাজ করতেন ফেনী শহরে মাঝের মধ্যে বাড়িতে আসতেন।
প করণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প করণে নিহত ৩ ভাইয়ের মৃত্যুটি খুবই মর্মান্তিক। পারিবারিকভাবে শুধুমাত্র বসতভিটাটুকু রয়েছে। শ্রমিকের কাজ করে তাদের সংসার চলতো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত