ফুল ভরা এক বাসন্তিকা - নাজমা বেগম নাজু 

  নীপা চৌধুরী

প্রকাশ: ১২ মে ২০২৪, ১৩:৫২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

ফুল ভরা এক বাসন্তিকা 

নাজমা বেগম নাজু 

 

স্বজন বিকেল-আমলকি ভোর

হাজার তারার মায়া কাড়া

রাত নিশুতি,

লক্ষ আদর স্বপ্নে বিভোর

বেহিসেবী আলো পথের

হাতছানি ভোর,

তারা খসা চাঁদনি সুবাস

উঠোন ধূলোর-,

ঘর ভরা এক স্বজন দুপুর,

নিঝুম নীড়ের -

ঘরে ফেরা সন্ধাতারা--

দিবানিশি অপলকে

তোমারই নাম জপে।

মায়ায় ভরা মায়া কাড়া 

এক মানবী- বিশ্বজয়ী

তুমি আমার মা।

মাগো তুমি প্রথম শোনা

সেরা সুরের গান-

শ্রেষ্ঠ কবিতা।

নীল মলাটের কালজয়ী এক

উপন্যাসের পাতা-

পাতায় পাতায় সুবাস স্নেহা কাব্যগাথা। 

মন ভোলা এক শীতল হাওয়া 

বুকের ভেতর গুমরে ওঠা

ব্যকুল করা

অযুত নিযুত লক্ষ ফুলের শ্বাস

ফুল ভরা এক বাসন্তিকা 

তুমি আমার মা।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত